Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বাংলাদেশ নির্বাচন কমিশন সুস্ঠু এবং নিরপেক্ষ নিবার্চন উপহার দেওয়ার মাধ্যমে গণতন্তের পথকে শক্তিশালী করছে। নির্বাচনী ব্যবস্থায় আনা হয়েছে আমূল পরিবর্তন।  ২০০৬ সালে পূর্ববর্তী লোহার ব্যলট বাক্সের পরিবর্তে ব্যবহার শুরু করা হয় প্লাস্টিকের টান্সপ্যারেন্ট স্বচ্ছ ব্যালট বাক্স যার ফলে  কি পরিমাণ ভোট পরেছে তা বাহিৃকভাবে দেখা যায়। নির্বাচনী ব্যবস্থাপনায় নতুন সংযোজন ইভিএম মেশিন যার মাধ্যমে খুব দ্রুত ভোটাধিকার প্রয়োগ করা যায়,  বিশেষ সংযোজন প্রতিটি প্রিজাইডিং অফিসারের মাঝে ট্যাব প্রদান যার ফলে কেন্দ্র হতে সরাসরি রিটার্নিং অফিসারের নিকট ফলাফল প্রেরণ করা যায়। নির্বাচনী ব্যবস্থায় বেশকিছু সফটওয়ারের ব্যবহার আনা হয়েছে যার ফলে অতিদ্রত নির্ভূলভাবে ফলাফল প্রকাশ করা যাচ্ছে উল্লেখ্যযোগ্য সফটওয়ারগুলো হচ্ছে, আরএমএস, সিআইএমএস, সিএমএস, নিকস কনর্ভারটার ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের প্রায় ১০.৫০ কোটি ভোটারদের মধ্য জাতীয় পরিচয়পত্র প্রদানসহ জাতীয় পরিচয়পত্রকে আরও আধুনিকায়ন করে স্মাট কার্ড হিসাবে সকলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাকরণ।